UNIPIN VOUCHER  (BDT)

UNIPIN VOUCHER

Game / Voucher
1

Select Recharge


Quantity
3

Payment Methods


আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স

৳ 0

প্রোডাক্ট কিনতে আপনার প্রয়োজন 0

Rules & Conditions


Unipin দিয়ে নিজেই Free Fire টপ-আপ করুন — মাত্র কয়েক সেকেন্ডেই!

Unipin Voucher ব্যবহার করে আপনি এখন নিজেই সহজে এবং দ্রুত Free Fire Diamond Top-up করতে পারবেন, কোনো তৃতীয় পক্ষ ছাড়াই। ইভেন্ট চলাকালে সাধারণ টপ-আপে দেরি হতে পারে, তাই Instant Top-up পেতে এখনই অর্ডার করুন Unipin Voucher এবং মাত্র কয়েক ক্লিকেই ডায়মন্ড পেয়ে যান!

কিভাবে Unipin দিয়ে Free Fire টপ-আপ করবেন?

Unipin Voucher ব্যবহার করে Free Fire-এ ডায়মন্ড টপ-আপ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

1. প্রথমে https://shop.garena.my ওয়েবসাইটে যান।

2. আপনার Free Fire UID ব্যবহার করে লগইন করুন।

3. লগইনের পর দুটি অপশন দেখতে পাবেন: Purchase এবং Redeem Code।

4. সেখানে Redeem Code অপশন সিলেক্ট করুন এবং তারপর Proceed to Payment-এ ক্লিক করুন।

5. আপনি যেটুকু ডায়মন্ড টপ-আপ করতে চান, সেই পরিমাণ সিলেক্ট করুন।

6. এরপর দুটি অপশন থাকবে — BDMB এবং UPBD।

যদি আপনার Unipin কোডটি BDMB দিয়ে শুরু হয়, তাহলে বাম পাশের বক্স সিলেক্ট করুন।

আর যদি UPBD দিয়ে শুরু হয়, তাহলে ডান পাশের বক্স সিলেক্ট করুন।

7. সঠিক বক্সে ক্লিক করার পর, আপনার সম্পূর্ণ ভাউচার কোডটি সেখানে পেস্ট করুন।

8. এরপর Confirm বাটনে ক্লিক করুন।

কনফার্ম করার সাথে সাথেই আপনার Free Fire অ্যাকাউন্টে ডায়মন্ড টপ-আপ হয়ে যাবে — কোনো ঝামেলা ছাড়াই, একদম ইনস্ট্যান্ট!

Unipin টপ-আপ এর সুবিধা:

°Instant Delivery — কোনো দেরি নেই

°Self Top-up System — নিজের টপ-আপ নিজেই করুন

°24/7 সার্ভিস

°bKash/Nagad পেমেন্টে সহজে ভাউচার অর্ডার করুন

Free Fire গেমারদের জন্য সবচেয়ে দ্রুত, নিরাপদ ও সহজ পদ্ধতি — Unipin Voucher দিয়ে ইনস্ট্যান্ট টপ-আপ!
Free Fire Voucher for UniPin – Buy FF Diamonds Online

Buy Free Fire Top-up Code (Works on UniPin)

সাহায্য লাগবে ?